অনুশীলনে প্রতিদিন ‘৫০০’ শট ঠেকান মার্টিনেজ

Posted by

কেটিভি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আরেকবার আর্জেন্টিনার জয়ের নায়ক হলেন এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে দলকে এনে দিয়েছেন জয়। এমন জয়ের পর টাইব্রেকারে বাজিমাত করার রহস্য ফাঁস করলেন এই গোলরক্ষক। অনুশীলনে প্রতিদিন ৫০০ শট ঠেকান বলে জানিয়েছেন মার্টিনেজ।

মার্টিনেজ

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মার্টিনেজ বলেন, এতো তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাননি তিনি। তাই নিজের সর্বোচ্চটা দিয়েই দলকে জিতিয়ে এনেছেন, ‘পেনাল্টি শ্যুটআউটের আগে ওদের (সতীর্থদের) বলেছি, আমি বাড়ি যেতে প্রস্তুত নই। আমি সমর্থকদের অনুভব করি। আমার পরিবারও কাছেই আছে। এগুলো জীবনের বিশেষ মুহূর্ত। সব মিলিয়েই ব্যাপারটি রোমাঞ্চকর।’

সাফল্যের রহস্য জানিয়ে মার্টিনেজ আরও বলেন, ‘আমি এমন কিছুর জন্যই পরিশ্রম করি। প্রতিদিন অনুশীলনে আমি ৫০০ এর মতো শটের মুখোমুখি হই। চেষ্টা করি সব সময়ই ভালো অবস্থানে থাকতে। দেশের মানুষের এটা প্রাপ্য। কারণ তারা টাকা খরচ করে আমাদের খেলা দেখে।’

আজ শুক্রবার (৫ জুলাই) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে ফলাফলের জন্য গড়ায় টাইব্রেকারে তাতে মেসি প্রথমে মিস করলেও দুইটি সেভ করে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে জয় এনে দেন মার্টিনেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tags