আসলে বাইসাইকেল, কিন্তু দেখলে মনে হবে সেতু

Posted by

কেটিভি নিউজ ডেস্ক: ছবিতে দেখে মনে হতে পারে এটি একটি দীর্ঘ সেতু। কিন্তু না এটি একটি বাইসাইকেল। ৮ জন তরুণ প্রকৌশলী মিলে তৈরি করেছেন এটি। এই বাইসাইকেলটিই এখন বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল। এটির দৈর্ঘ্য ১৮০ ফুট ১১ ইঞ্চি। কয়েকজন মিলে এই দীর্ঘ বাইসাইকেলটি চালাতে পারেন।

আসলে বাইসাইকেল, কিন্তু দেখলে মনে হবে সেতু

নেদারল্যান্ডসের প্রকৌশলী ইভান শ্যাকের নেতৃত্বে এই বাইসাইকেল তৈরি হয়েছে। একত্রিশ বছর বয়সী এই প্রকৌশলী যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের প্রায় সবাই কারিগরি জ্ঞান সমৃদ্ধ। নিজ গ্রামের কয়েকজন প্রকৌশলীকে নিয়ে ২০১৮ সালে কাজটি শুরু করেন ইভান। তবে নিয়মিত কাজ করেননি। এটি নির্মাণের জন্য অবসর সময়কে কাজে লাগিয়েছেন তিনি।

ইভান জানিয়েছেন, বাইসাইকেলটি তার অনেক দিনের পরিকল্পনার ফসল। তিনি একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি বই পেয়েছিলেন, যেখানে এরকম রেকর্ড দেখেছিলেন। এরপরেই ওই রেকর্ড ভাঙার পরিকল্পনা নেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য— বিগত ৬০ বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে। ১৯৬৫ সালে প্রথম জার্মানির কোলনে ৮ মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করে। এরপরে নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুটি দল এই রেকর্ড ভেঙেছে।

ক্রিকেটে নাগিন ড্যান্স যেভাবে এলো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tags