কেটিভি নিউজ ডেস্ক: গাজীপুর কালীগঞ্জের মাছ বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির দাযে সুজিত চন্দ্র দাস (৩০) নামে একজনকে জরিমানা করা হয়। এ সময় প্রায় ১২ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ ও বিনষ্ট করা হয়।
সোমবার (১ জুলাই) সকালে কালীগঞ্জ পৌরসভার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসনিম ঊর্মি।
দন্ডপ্রাপ্ত সুজিত চন্দ্র দাস উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের সুবোধ চন্দ্র দাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌর বাজারে মাছের ব্যবসা করেন।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো আবু শামা, বেঞ্চ সহকারি হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, মৎস্য সংরক্ষণ আইন, মৎস্য খাদ্য আইন, মৎস হ্যাচারি আইন এবং ফরমালিন প্রতিরোধ আইন বাস্তবায়নের লক্ষ্যে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বাজারের এক মাছ ব্যবসায়ির কাছ থেকে প্রায় ১২ কেজি জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং তা পরে জনসমুক্ষে বিনষ্ট করা হয়। এছাড়া ওই অপরাধে জেলেকে মৎস্য ও মৎস্যপণ্য ( পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) আইন ২০২০ এর ৩৩ ধারায় একটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতে মাছ বাজারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply