জ্বলছে গলে যাওয়া চিনি, আগুন নিয়ে সর্বশেষ যা জানালো ফায়ার সার্ভিস

Posted by

জাতীয়: সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হলেও এখনো পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের সুগার মিলে লাগা আগুন। কারখানায় থাকা সব চিনি এরই মধ্যে গলে গেছে, এখন সেগুলো জ্বলছে। এ আগুন কখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে পারে তা বলতে পারছে না ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা বলছেন, কারখানাটিতে অপরিশোধিত চিনি ও বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগতে পারে। তবে আগুন বাইরে ছড়িয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল, তা কেটে গেছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আগুন এখনো নির্বাপণ করা সম্ভব হয়নি। তবে আগুন কারখানা থেকে বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। চিনি পুড়ে গলে গেছে, সেগুলো এখনো জ্বলছে।

সোমবার বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। শুরুর দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড।

আগুনে মোহাম্মদ আলম নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস

Tags