,

ঢাবি উপাচার্যের বাংলো থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Posted by

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলো থেকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশের রাস্তা থেকে কিছু ফেলার শব্দ পান পরিচ্ছন্নকর্মীরা। তারা এগিয়ে গিয়ে একটি সাদা ব্যাগ দেখতে পান। প্রথমে তারা বোমা বা অন্যকিছু ভাবলেও খুলেই লাল কাপড়ে মোড়ানো নবজাতকের মাথা দেখতে পান। পরে খবর দিলে আমি পুলিশকে খবর দিই। তারা এসে মরদেহ নিয়ে গেছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহবাগ থানা পুলিশ একটি নবাজতকের মরদেহ নিয়ে আসে। মরদেহ মর্গে রাখা আছে। সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tags