বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

Posted by

দেশজুড়ে: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির প্রয়াত আহ্বায়ক শেখ কালাম হোসেনের রায়ের মহলের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার রাত সাড়ে ৩টা থেকে বৃহস্পতিবার ফজর পর্যন্ত এ ডাকাতি হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের বেধে রেখে ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতেরা। ভুক্তভোগীরা জানান, রাত ৩টার দিকে মুখোশধারী ১৪ থেকে ১৫ জনের একটি দল সশস্ত্র অবস্থায় বাড়িতে প্রবেশ করে।

তারা দুই গ্রুপে ভাগ হয়ে নিচতলা ও দ্বিতীয় তলায় অবস্থানরত পরিবারের সদস্যদের বেধে ফেলে। এ সময় চিৎকার করলে সবাইকে গলা কেটে হত্যার হুমকি দেয়। এরপর তারা কাউন্সিলরের বায়োবৃদ্ধা স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিটি ঘরের আলমারি তছনছ ও লকার ভেঙে নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।

শেখ কালাম হোসেনের ছোট ছেলে শেখ সাহিল হোসেন বলেন, “রাত পৌনে ৪টার দিকে শব্দ পেয়ে আমি জেগে উঠি। এর মধ্যে আমার মা আমাকে দরজা খুলতে বলেন। দরজা খোলামাত্রই মুখে কালো কাপড় বাঁধা কিছু লোক লম্বা ছুরি দেখিয়ে বলে- ‘চিৎকার করলে শেষ’। তারা আমার ঘরে ঢুকে আলমারি, বিছানাপত্র তছনছ এবং লকারগুলো ভাঙে মূল্যবান সব কিছু নিয়ে যায়। তারা আমাকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখে।”

২০১৮ সালে কাউন্সিলর কালাম হোসেন মারা যান। বাড়িতে তার দুই ছেলে পরিবার নিয়ে থাকেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বাড়িটি পরিদর্শন করেছেন। নগরীর আড়ংঘাটা থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের খুঁজে বের করার পাশাপাশি মামলার প্রক্রিয়া চলছে।’

Tags