দেশজুড়ে: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় চালক তুষার (২৫) গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান (৪৮) শেরপুর সদর থানার মজিবর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান সোমবার সকালে একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য মাইক্রোবাসে নারায়ণগঞ্জ যান। সন্ধ্যায় ময়মনসিংহ ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি নিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে কাঁদা পানিতে ডুবে যায়। এতে এসআই মনিরুজ্জামান ও চালক তুষার গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। চালক তুষারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।