, , , ,

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো শ্রমিকের

Posted by

কেটিভি নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. বাবুল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো শ্রমিকের

নিহত মো. বাবুল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জারিন বলেন, বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে যান। স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পিকনিকের নৌকায় হামলায় হত্যা, মামলার ৩ আসামী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tags