সিমেন্টের আংটি দিয়ে হলো ইঞ্জিনিয়ারের বাগদান

Posted by

কেটিভি নিউজ ডেস্ক: সোনা, রূপা কিংবা হিরার আংটি দিয়ে নয় এক ইঞ্জিনিয়ার বাগদান সেরেছেন সিমেন্টের তৈরি আংটি দিয়ে। ওই ইঞ্জিনিয়ারের নাম ইয়াও গোউইউ। তিনি চীনের বাসিন্দা।

সিমেন্টের আংটি দিয়ে হলো ইঞ্জিনিয়ারের বাগদান

পড়াশোনা করেছেন সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে। ইয়াও আবিষ্কার করেছেন বিশেষ এক ধরনের উপাদান যা কংক্রিটের জীবনকাল বাড়িয়ে দিতে পারে। ওই উপাদান জলনিরোধকও। ইয়াও এর আবিষ্কৃত উপাদান চীনের জলাধার থেকে সেতু নির্মাণসহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। ইয়াও গোউইউ নিজের আবিষ্কার করা সেই উপাদানের মিশেলে সিমেন্ট দিয়ে তৈরি করেছেন বাগদানের আংটি। আর সেই আংটি প্রেমিকার অনামিকায় পরিয়ে বাগদান করেছেন। এরপর স্ত্রী রূপে গ্রহণ করেছেন, তাও প্রায় আট বছর হয়ে গেল।

সম্প্রতি বিষয়টি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এনেছেন নেটিজেনরা। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে ইয়াও বলেছেন, আমাদের সম্পর্ক শত বছরেও ক্ষয়ে যাবে না এই বিষয়টি বোঝাতেই সিমেন্টের আংটি দিয়ে বাগদান করেছি।’

এক নেটিজেন বলছেন, ‘আংটিটা কী ভালোবাসার প্রমাণ নাকি নিজের সফলতার প্রমাণ?’ আরেজনতো এই ইঞ্জিনিয়ারকে ‘সিমেন্ট ভাই’ তকমা দিয়েছেন। কেউ কেউ বিষয়টিকে খুবই ইতিবাচক ব্যাখ্যা দিয়েছেন। একজন বলেছেন, ‘ইয়াওয়ের আবিষ্কার জলাধার বা সেতুগুলো যুগ যুগ টিকে থাকতে সহায়তা করে। তিনি নিজের তৈরি কংক্রিটের আংটি দিয়ে হয়তো বোঝাতে চেয়েছেন সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।’

দক্ষিণ কোরিয়ার ‘সুখের কারখানায়’ আসলে কী হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tags