,

প্রশাসনে রদবদল

Posted by

প্রশাসনে সাতজন যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া একজন মন্ত্রী ও একজন হুইপের সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা আদেশে, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) যুগ্মসচিব মুজাফফর আহমেদকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে এবং জননিরাপত্তা বিভাগের মো. আবদুল মতিনকে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব নুমেরী জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সরোজ কুমার নাথকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মো. রেজাউল করিমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এবং ডেপুটি স্পিকারের একান্ত সচিব (পিএস) মো. আব্দুল মালেককে শিল্প মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে আবুল তাহের মো. মহিদুল হককে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এপিএস এবং ভিন্ন এক আদেশে মো. কাজলকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের এপিএস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

Tags